Part Of Web Design

Css & Css3 Different.

CSS vs CSS3 এর মধ্যে পার্থক্য কি?
CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheet । CSS হলো Website এর Design Language। একে ওয়েবসাইট এর মেকাপ Box বলা হয় । কারন CSS ছাড়া কোনো ওয়েবসাইট বা ওয়েবপেইজ Design করা সম্ভব নয়। এটি কোনো Programming Language নয়। তবে অনেক সময় শিক্ষার ক্ষেত্রে একে Programming Language বলা হয়ে থাকে । পৃথিবীর প্রতিটি Products এর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে । সেই মেয়াদের এর পরে সেই Product টি ব্যবহার করা যায় না ।
তারপরও কেও যদি নিজ ইচ্ছায় করে থাকলে অনেক ঝুকি থাকে তার কাজে। তাই বুদ্ধিমানের কাজ হলো নতুন আরেকটি Product কিনে সেটি ব্যবহার করা । কারন এতে কোনো সমস্যা বা ঝুকি থাকে না । Products বলতে যে পৃথিবীতে শুধু Hardware Types Products আছে ব্যাপারটা কিন্তু সেটি নয় । অনেক Software Products ও আছে। আর উভয় Products এর ক্ষেত্রে মেয়াদের ব্যপারটি প্রযোয্য। যেমন ঃ
একসময় Windows XP এবং Nokia Mobile খুব চলতো মানুষ সেগুলো ছাড়া কিছু ভাবতেই পারতো না । কিন্তু সময়ের সাথে সাথে এই সকল Product আজ হারিয়ে গেছে । অনেকে আর এই গুলোকে ঠিক ভাবে চিনেওনা। সবাই এখন Windows 10, Windows 11 এবং Android Phone নিয়ে ব্যাস্ত। CSS এর ক্ষেত্রেও ব্যাপারটি কিছুটা সেই রকম। CSS এর অনেকগুলো Version আছে যেমন Windows এর আছে Android এর আছে । তবে আগের Version গুলো Designer & Developer রা তেমন ব্যবহার করে না বললেই চলে। Windows এর Latest Version যেমন Windows 10 । ঠিক সেই রকম এই CSS এর Latest Version হলো CSS3